প্রবাসী শ্রমিকদের জন্য ভাড়ার ক্ষেত্রে স্বস্তির খবর। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুনরায় চালু করেছে বিশেষ ‘শ্রমিক ভাড়া’। একই সঙ্গে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিদেশগামী কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়া নির্ধারণে নির্দেশনা জারি করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঘোষণা
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে নতুন ‘শ্রমিক ভাড়া’ কার্যকর হয়েছে। সৌদি আরব ও মালয়েশিয়াগামী প্রবাসী শ্রমিকদের জন্য এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে অভিবাসী কর্মী, ট্রাভেল এজেন্ট ও নিয়োগকারী সংস্থাগুলোর দাবি ছিল।
দুই দশক আগে বন্ধ হয়ে যাওয়া এই বিশেষ ভাড়া পুনরায় চালু করার মাধ্যমে সরকার অভিবাসন ব্যয় হ্রাসের পদক্ষেপ গ্রহণ করেছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, ‘অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
নতুন ভাড়া কাঠামো
বিমানের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ-সৌদি আরব ও বাংলাদেশ-মালয়েশিয়া রুটে শ্রমিকরা ৩০ জুন ২০২৫ পর্যন্ত এই বিশেষ ভাড়া সুবিধা পাবেন।
- ঢাকা-জেদ্দা, ঢাকা-মদিনা, ঢাকা-রিয়াদ: কর ব্যতীত মূল ভাড়া ৩৬০ ডলার।
- ঢাকা-কুয়ালালামপুর: কর ব্যতীত মূল ভাড়া ১৫০ ডলার।
বর্তমানে সৌদি আরবগামী ফ্লাইটের সাধারণ বেস ভাড়া ৪৩০ থেকে ৪৮০ ডলারের মধ্যে, এবং কুয়ালালামপুরের জন্য ৩৬০ ডলার। নতুন এই ভাড়া কাঠামো অভিবাসী কর্মীদের আর্থিক চাপ কমাবে বলে আশা করা হচ্ছে।
সরকারের বিশেষ নির্দেশনা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক পরিপত্রের মাধ্যমে বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলোকে ওয়ার্ক ভিসায় বিদেশগামী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়া নির্ধারণের নির্দেশ দিয়েছে।
পরিপত্রে বলা হয়েছে—
- গ্রুপ টিকিট বুকিংয়ের সময় যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বুকিং নিশ্চিত করতে হবে।
- বুকিংয়ের তিন দিনের মধ্যে যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
- ফেব্রুয়ারির ১১ তারিখ পর্যন্ত ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে গ্রুপ-বুকিং করা টিকিট আগামী সাত দিনের মধ্যে বিক্রয় নিশ্চিত করতে হবে।
এছাড়া, চাহিদার অতিরিক্ত টিকিট মজুদ করে অন্য এজেন্টের মাধ্যমে বিক্রি করে দাম বাড়ালে, সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হবে।
প্রবাসী কর্মীদের জন্য সম্ভাব্য প্রভাব
বিমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস বাংলাদেশ (আটাব)। তারা মনে করছে, এই সিদ্ধান্ত অভিবাসন ব্যয় কমাতে সহায়ক হবে এবং অন্যান্য বিমান সংস্থাগুলোও একই নীতি অনুসরণ করতে বাধ্য হবে। আটাব আশা করছে, বিশেষ ‘শ্রমিক ভাড়া’ চালুর ফলে অন্তত ১০ হাজার প্রবাসী কর্মী উপকৃত হবেন।
এই সিদ্ধান্ত প্রবাসী শ্রমিকদের যাতায়াত সহজ করবে এবং তাদের আর্থিক বোঝা কমাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।