আসলে এটিও খুব সহজ একটি প্রক্রিয়া। সাধারণত যেভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট থেকে আপনি পণ্য কিনেন, ঠিক সেভাবে এখানেও কিনতে পারবেন। তারপরেও আপনাদের সুবিদার্থে বলছি।
প্রথমে আমাদের ওয়েবসাইট অর্থাৎ MigrantsGuide.com এ আপনাকে একটা একাউন্ট করতে হবে। উপরে বলা আছে কিভাবে করবেন।
একাউন্ট ভেরিফাইড হওয়ার পর বই এর পেজ এ গিয়ে Add To Basket বাটন এ ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন এই বাটনটি View Basket এ রুপান্তর হয়েছে। সেখানে আবার ক্লিক করুন। যদি View Basket রুপান্তর না হয়ে আগের মতই Add To Basket বাটন ই থেকে যায় তাহলে একদম উপরে ডান দিকের কোনায় দেখুন একটা ব্যাগ এর চিহ্ন। সেখানে ক্লিক করলে দেখবেন দুইটা অপশন আসবে, একটা View Basket আরেকটা Checkout.
সেখানে View Basket এ ক্লিক করুন।
এখানে আপনি কী কী অর্ডার করেছেন, মোট কত টাকা হয়েছে সব কিছুর তথ্য পাবেন।
সবকিছু ঠিকঠাক থাকলে একটু নিচের দিকে Proceed To Checkout বাটন পাবেন। সেখানে ক্লিক করুন।
Checkout এ ক্লিক করলে আপনাকে Checkout পেইজ এ নিয়ে যাবে। এখানে একটা ফর্ম আসবে যেখানে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ সবগুলো ঘর ফিলাপ করতে হবে। সবকিছু সঠিকভাবে পূরণ করে “পে বিকাশ” বাটনে এ ক্লিক করুন। সেখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করুন।
নোটঃ এগুলো পড়ে মনে হতে পারে যে এটি বেশ কঠিন একটি প্রক্রিয়া। কিন্তু সত্যি বলতে এটি মোটেও কঠিন কিছু না। যেকোনো ওয়েবসাইট থেকে কোন কিছু কিনতে গেলে এভাবেই কেনাকাটা করতে হয়। হয়তো ওয়েবসাইট ভেদে কিছু ১৯/২০ হতে পারে।
তারপরেও আপনার যদি একাউন্ট তৈরি করতে বা বইটি কিনতে কোন প্রবলেম ফেইস করেন, তাহলে আপনি আমাদের ইমেইল অথবা ফেসবুক, ইন্সটাগ্রাম, বা টুইটারের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ্।