বাংলাতে ইতালিয়ান ও ইংলিশ শব্দার্থের ই-বুক

ইতালিতে যাচ্ছেন কিন্তু ইতালিয়ান ভাষা পারেন না? কেমন হয় যদি বাংলাতেই ভাষাটি শিখতে পারেন? কেমন হয় যদি একটি বইতেই ইতালিয়ান ও ইংলিশ, দুটি ভাষাই একসাথে শিখা যায়? 

হ্যাঁ, বাংলাদেশে এই প্রথম একটি বইয়ের মাধ্যমে ইতালিয়ান ও ইংলিশ, দুটি ভাষাই শিখার সুযোগ।

  • এক বইয়ে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২টি ভাষা শিখার সুযোগ 
  • ২টি ভাষা মিলিয়ে মোট ১৮৪৬ টি শব্দার্থ
  • প্রত্যেকটি শব্দের বাংলা উচ্চারণ, হোক সেটা ইতালিয়ান বা ইংলিশ
  • সিম্পল ডিজাইন, যেন সহজে এবং সাবলীলভাবে বইটি পড়তে ও শিখতে পারেন।
  • ফ্রি ইমেইল আপডেট, অর্থাৎ বইটিতে সামনে যত নতুন নতুন শব্দ যোগ হবে, সেগুলো ফ্রিতেই পেয়ে যাবেন।

 ৳ 300    ৳ 99 মাত্র

১৮৪৬ টি গুরুত্বপূর্ণ শব্দার্থ

হ্যাঁ, ইতালিয়ান ও ইংলিশ ভাষা মিলিয়ে বইটিতে মোট ১৮৪৬ টি গুরুত্বপূর্ণ শব্দার্থ রয়েছে।

লৈখিক ও বাংলা উচ্চারণ

ইতালিয়ান ও ইংলিশ উভয় ভাষারই তার লৈখিক রুপ এবং প্রত্যেকটা শব্দের বাংলা উচ্চারণও অন্তরভুক্ত।

৬৩১৫ জন শিখছেন

এখন পর্যন্ত দেশ ও প্রবাস মিলিয়ে মোট ৬৩১৫ জন বইটির মাধ্যমে ইতালিয়ান ও ইংলিশ ভাষা শিখছেন।

বইটির কিছু অংশ

একটু পড়ে দেখুন

বইটি সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর

না, বইটি পড়লেই আপনি ইতালিয়ান ভাষা শিখে ফেলতে পারবেন না। কারন এটি কোনো গল্প বা উপন্যাসের বই না যে একবার পড়লাম আর সবকিছু জেনে গেলাম। এটি ভোকাবুলারি বা শব্দার্থের বই। যেকোনো ভাষার শব্দার্থ শিখতে কিছু সময় লাগে। সেই সঙ্গে লাগে ধৈর্য, চেষ্টা ও পরিশ্রম।

তবে ভাষা শেখার ক্ষেত্রে শব্দার্থ জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা ভাষার পিলার বা ভিত্তিই বলা হয় শব্দার্থকে। কারন শব্দার্থই যদি না জানেন তাহলে কথা বলবেন কিভাবে?

যদি এনাফ শব্দার্থ শিখতে পারেন, মোটামোটি বলা যায় সেই ভাষার ৭০ থেকে ৮০ শতাংশই আপনার কমপ্লিট, বাকি ২০ থেকে ৩০ শতাংশ হয়তো কিছু গ্রামার, কিছু বিশেষ নিয়ম-কানুন ইত্যাদি থাকবে।

সুতরাং এই বইটির সবগুলো শব্দার্থ যদি আপনি শিখতে পারেন, আশা করা যায় আপনার ইতালিয়ান ভাষা শিক্ষার একটা বড় ধাপ শেষ হবে ইনশাআল্লাহ।

আপনার কি সত্যিই মনে হয় বইয়ের দাম বেশি?

১৫ থেকে ২০ লাখ টাকা খরচ করে বাবা মায়ের জায়গা জমি বিক্রি করে ইতালির উদ্দেশে পা বাড়াচ্ছেন কিন্তু তারপরেও ইতালির নিশ্চয়তা নেই। সেখানে বর্তমানে ২০২৩ সালে এসে ইতালির সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয় অর্থাৎ ইতালিয়ান ভাষা, যেটা পারলে ইনকাম করার সুযোগ ৩ থেকে ৪ গুন বেড়ে যায়, অবৈধ ভাবে ইতালিতে থাকলে বৈধ হওয়ার সম্ভাবনা বাড়ে ৮০ থেকে৯০ শতাংশ, সেই সঙ্গে নাগরিক হওয়ার সুযোগ সহ আরও নানা বিষয়ে সম্ভাবনা সেই ইতালিয়ান ভাষা শিখা তাও আবার নিজের মাতৃভাষা বাংলাতে!  সাথে বোনাস হিসেবে ইংলিশ ভাষাও শিখতে পারার সুযোগ!

এক প্যাকেট সিগারেটের দাম ও আজকাল ৩০০ টাকার আশপাশে সেখানে নিজের উপর এত বড় একটি ইনভেস্টমেন্টের সুযোগ যদি ২০০/২৫০ টাকার জন্য  পিছিয়ে যান তাহলে সেটি আসলেই দুঃখজনক।

 

সাধারনত বাজারে বা বই মেলায় গিয়ে যেভাবে বই কিনেন, সেই বইগুলোকে মূলত হার্ড কপি, প্রিন্ট ভার্সন, ছাপা কাগজ ইত্যাদি বলে। আর যেই বইগুলো কোন ডিজিটাল ডিভাইস অর্থাৎ মোবাইল, ট্যাব বা কম্পিউটারে পড়তে হয় সেগুলোকে ই-বুক বলা হয়।

এক্ষেত্রে বইগুলো হুবহু সেইম থাকে। শুধু মাত্র পড়ার মাধ্যমটাই পরিবর্তন হয়।

শব্দার্থ শিখা একটা লং-টার্ম প্রসেস। সাধারনত আপনি চাইলেই ২/৩ দিনে সমস্ত শব্দার্থ শিখে ফেলতে পারবেন না। এটি শিখতে কিছু সময় লাগে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রিন্ট ভার্সন অর্থাৎ কাগজের বইয়ে প্রথম ২/৩ দিন বা সর্বোচ্চ ১ সপ্তাহ খুব ভাল করে পড়া হয়, কিন্তু এর পর পড়া তো দূরে থাক, বই-ই খুজে পাওয়া যায়না। সঙ্গে হারানো কিংবা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার তো রয়েছেই।

তার উপর মনে করুন, আপনার ৬ মাস লাগবে সবগুলো শব্দার্থ শিখতে, কিন্তু ২/৩ মাস পরেই দেখা যাবে আপনি ইতালিতে চলে গেলেন তখন? অবৈধভাবে গেলে তো কথাই নাই। যেখানে সঙ্গে পাসপোর্ট রাখাই দায়, সেখানে একটা বই তো প্রশ্নই উঠে না।

তাছারা বিভিন্ন দেশে বসবাসরত অসংখ্য প্রবাসী বাঙালি ভাই-বোন রয়েছেন যারা কিনা ইতালিতে মাইগ্রেট হতে চাচ্ছেন অথবা ইতিমধ্যেই ইতালিতে বসবাস করছেন, তাদের কাছে প্রিন্ট বই যেতে যেতে হয়তো বিশাল একটা সময় লেগে যাবে।

আপনাদের এই সমস্ত অসুবিধার কথা চিন্তা করেই মূলত প্রিন্ট ভার্সনের পরিবর্তে ই-বুক করা হয়েছে।

এর ফলে আপনি বিশ্বের যেই প্রান্তেই থাকুন না কেন মুহূর্তেই বইটি পেয়ে যাচ্ছেন। হারানোর কিংবা নষ্ট হওয়ার ও কোন চিন্তা নাই। যখন খুশি যেখানে ইচ্ছা পকেট থেকে মোবাইল বের করেই ইতালিয়ান ভাষা শিখা শুরু করতে পারবেন।

আর সবচেয়ে বড় সুবিধা হল বইটিতে কিছুদিন পর পর নতুন নতুন শব্দ যুক্ত করে নিয়মিত ভাবেই আপডেট আসবে। প্রত্যেক বার নতুন আপডেট আসা মাত্রই আপনাকে আপডেট অংশটি পাঠিয়ে দেওয়া হবে। এর জন্য আপনাকে নতুন করে কোনো টাকা দিতে হবে না। কিন্তু হার্ড কপিতে বা প্রিন্ট ভার্সন যেটাই বলেন না কেন সে ক্ষেত্রে আপনারা তো এই সুযোগটা পেতেন না। যদি আপডেট ভার্সনগুলো নিতে চাইতেন সেক্ষেত্রে দেখা যেত প্রত্যেকবারই টাকা দিয়ে কিনতে হতো।

তারপরেও আপনারা সবাই যদি চান যে, না আমাদের ই-বুক না বরং বইটির প্রিন্ট ভার্সনই লাগবে, সে ক্ষেত্রে আমরা ভবিষ্যতে সেটাও তৈরি করব। কারন দিন শেষে Migrants Guide আপনাদেরই প্রতিষ্ঠান। আপনাদের যেভাবে সুবিধা হবে Migrants Guide সেটাই করবে।

এটি খুব সহজ একটি প্রক্রিয়া।

প্রথমে  My Account এ ক্লিক করে Sign Up বাটনে ক্লিক করুন। সেখানে আপনার নাম, ইমেইল, এবং পাসওয়ার্ড দিয়ে নিচের সাইন-আপ বাটনে ক্লিক করলেই একাউন্ট তৈরি হয়ে যাবে। তবে একাউন্ট ভেরিফাইডের জন্য আপনার সামনে একটা ভেরিফিকেশন কোড দেওয়ার অপশন আসবে।

এই ভেরিফিকেশন কোডটি আপনি আপনার ইমেইলে পাবেন। ইমেইল থেকে কোডটি নিয়ে এখানে দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করুন। 

ব্যাস, MigrantsGuide.com এ হয়ে গেলো আপনার একাউন্ট ভেরিফাইড।

অভিনন্দন!

নোটঃ একাউন্ট তৈরি এবং ভেরিফাইড করতে কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের কে জানাবেন।

আসলে এটিও খুব সহজ একটি প্রক্রিয়া। সাধারণত যেভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট থেকে আপনি পণ্য কিনেন, ঠিক সেভাবে এখানেও কিনতে পারবেন। তারপরেও আপনাদের সুবিদার্থে বলছি। 

প্রথমে আমাদের ওয়েবসাইট অর্থাৎ MigrantsGuide.com এ আপনাকে একটা একাউন্ট করতে হবে। উপরে বলা আছে কিভাবে করবেন।

একাউন্ট ভেরিফাইড হওয়ার পর বই এর পেজ এ গিয়ে Add To Basket বাটন এ ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন এই বাটনটি View Basket এ রুপান্তর হয়েছে। সেখানে আবার ক্লিক করুন। যদি View Basket রুপান্তর না হয়ে আগের মতই Add To Basket বাটন ই থেকে যায় তাহলে একদম উপরে ডান দিকের কোনায় দেখুন একটা ব্যাগ এর চিহ্ন। সেখানে ক্লিক করলে দেখবেন দুইটা অপশন আসবে, একটা View Basket আরেকটা Checkout.

সেখানে View Basket এ ক্লিক করুন। 

এখানে আপনি কী কী অর্ডার করেছেন, মোট কত টাকা হয়েছে সব কিছুর তথ্য পাবেন। 

সবকিছু ঠিকঠাক থাকলে একটু নিচের দিকে Proceed To Checkout বাটন পাবেন। সেখানে ক্লিক করুন।

Checkout এ ক্লিক করলে আপনাকে Checkout পেইজ এ নিয়ে যাবে। এখানে একটা ফর্ম আসবে যেখানে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সহ সবগুলো ঘর ফিলাপ করতে হবে। সবকিছু সঠিকভাবে পূরণ করে “পে বিকাশ” বাটনে এ ক্লিক করুন। সেখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করুন।

নোটঃ এগুলো পড়ে মনে হতে পারে যে এটি বেশ কঠিন একটি প্রক্রিয়া। কিন্তু সত্যি বলতে এটি মোটেও কঠিন কিছু না। যেকোনো ওয়েবসাইট থেকে কোন কিছু কিনতে গেলে এভাবেই কেনাকাটা করতে হয়। হয়তো ওয়েবসাইট ভেদে কিছু ১৯/২০ হতে পারে।

তারপরেও আপনার যদি একাউন্ট তৈরি করতে বা বইটি কিনতে কোন প্রবলেম ফেইস করেন, তাহলে আপনি আমাদের ইমেইল অথবা ফেসবুক, ইন্সটাগ্রাম, বা টুইটারের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ্‌।